আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

পাকিস্তানি ক্রিকেটারের ১৭ মাসের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক
| খেলা

 

 ক্রিকেটে আবারও ম্যাচ ফিক্সিংয়ের ছায়া। আবারও অভিযুক্ত পাকিস্তানি ক্রিকেটার। সাবেক পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে ১৭ মাস জেলে কাটাতে হবে। তার অপরাধ স্পটফিক্সিংয়ে সতীর্থ ক্রিকেটারকে ঘুষ দিয়েছিলেন। ৩৩ বছর বয়সি এ তারকা ক্রিকেটারকে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ইউসুফ আনোয়ার ও মুহাম্মদ ইজাজের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। 
প্রথমে নিজের কীর্তির কথা স্বীকার করেননি তিনি। দুই বছর আগে পাকিস্তান সুপার লিগ চলাকালীন দুবাইয়ে পেশওয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে সতীর্থদের পারফরম্যান্স ড্রপ করার কথা বলেছিলেন। তবে গেল বছর ডিসেম্বরে জামশেদ ম্যানচেস্টারের কোর্টে নিজের দোষের কথা স্বীকার করেন।