আজকের পত্রিকাআপনি দেখছেন ৯-০২-২০২০ তারিখে পত্রিকা

উহানের হাসপাতালে ৪০ স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

 

চীনের উহানের একটি হাসপাতালে জানুয়ারি মাসে রোগীদের মাধ্যমে ৪০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এ মহামারির প্রধান ঝুঁকি নির্ণয়ের লক্ষ্যে এক গবেষণায় এ কথা বলা হয়। জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে শুক্রবার প্রকাশিত ঝোংগান হসপিটাল অব উহান ইউনিভার্সিটির চিকিৎসকদের লিখিত এক গবেষণা প্রতিবেদনের তথ্যানুসারে, অস্ত্রোপচার বিভাগে ভর্তি হওয়া এক রোগীর মাধ্যমে ১০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই হাসপাতালে অন্য কারণে ভর্তি হওয়া ১৭ রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ আক্রান্ত স্বাস্থ্যকর্মীর ৩১ জন জেনারেল ওয়ার্ডের, সাতজন জরুরি বিভাগে ও দুইজন আইসিইউর দায়িত্বপ্রাপ্ত। বাসস