ঝালকাঠি সদর থানার নবনির্মিত গেট ও সেন্টিপোস্ট উদ্বোধন এবং টেলিভিশন সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী এমপি আমির হোসেন আমু। তিনি শনিবার বেলা ১১টায় ফিতা কেটে সদর থানার নবনির্মিত গেট ও সেন্টিপোস্ট উদ্বোধন করেন।
পরে আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাকে সমিতির কার্যালয় ফুল দিয়ে শুভেচ্ছা জানান টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল ও সাংগঠনিক সম্পাদক কেএম সবুজ প্রমুখ।