আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক
| অর্থ-বাণিজ্য

 

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ১৯ লাখ ৭২ হাজার শেয়ার ১৭ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ২৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিলকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকার এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ৩৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের। এছাড়া ডাচ্ বাংলা ব্যাংকের ৭ লাখ ১ হাজার টাকার, ফাইন ফুডসের ১৯ লাখ ১২ হাজার টাকার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৮৫ হাজার টাকার, মেঘনা সিমেন্টের ৫ লাখ ৬৮ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৫০ হাজার টাকার এবং সায়হাম কটনের ১৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।