টোকিও অলিম্পিকে ফুটবল খেলা আগেই নিশ্চিত হয়েছিল আর্জেন্টিনার। তবে ঝুলে ছিল চিরশত্রু ব্রাজিলের ভাগ্য। টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারাতেই হতো ব্রাজিলকে। কাজটা সহজেই করেছে ২০১৬ অলিম্পিকের স্বর্ণজয়ীরা, ৩-০ গোলে জিতে টোকিও অলিম্পিকে জায়গা করে নিয়েছে ব্রাজিল। কলম্বিয়া ও উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনা আগেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষস্থান নিশ্চিত করে রেখেছিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে অলিম্পিক ফুটবলে অংশ নেবে এ দুইদলই। টোকিওতে ১৪তম বারের মতো পুরুষদের ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল।