বলিউড নির্মাতা আলী আব্বাস জাফর। এবার একটি সুপার হিরো সিনেমা নির্মাণ করতে চলেছেন তিনি। এতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ।
জানা গেছে, অনেকদিন থেকেই এ সিনেমার পরিকল্পনা করছেন আলী আব্বাস জাফর। বর্তমানে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সিনেমাটি পরিচালনাও করবেন তিনি। ক্যাটরিনা ও আলী দুজনই এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। এতে এমন কিছু স্টান্ট থাকবে যা আগে বলিউডে দেখা যায়নি। এর জন্য প্রস্তুতি শুরু করেছেন ক্যাটরিনা। সবকিছু ঠিক থাকলে এটি ক্যাটরিনা-আলীর চতুর্থ সিনেমা হবে। এর আগে মেরি ব্রাদার কি দুলহান (২০১১), টাইগার জিন্দা হ্যায় (২০১৭), ভারত (২০১৯) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। বর্তমানে ‘সূর্যবংশী’ সিনেমার শুটিং করছেন ক্যাটরিনা। এতে অক্ষয়ের বিপরীতে তাকে দেখা যাবে। আসছে ২৭ মার্চ এ সিনেমা মুক্তির কথা রয়েছে।