আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

যুক্তরাজ্যে আরও চারজন করোনা আক্রান্ত

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক


 

যুক্তরাজ্যে নতুন করে আরও চারজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এ ভাইরাস আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে আটজনে দাঁড়াল। ইংল্যান্ডে ওই চারজনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে বলে সোমবার নিশ্চিত করে জানিয়েছেন সেখানকার প্রধান চিকিৎসা কর্মকর্তা। তাদের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) সেন্টার এবং লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে রাখা হয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার মানুষকে কোয়ারেন্টিনে রাখার নতুন ব্যবস্থার ঘোষণা দেওয়ার পর এ সংক্রমণের ঘটনা ঘটল। ভাইরাসটিকে জনস্বাস্থ্যের জন্য অত্যাসন্ন হুমকি ঘোষণা করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। একে ভাইরাসটির নতুন সংক্রমণ এবং বিস্তার রোধের প্রচেষ্টায় আরও কার্যকরী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। বিডিনিউজ