আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন

কিশোরগঞ্জ প্রতিনিধি
| খবর

 

জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমনকে সভাপতি ও মোহাম্মদ ফয়েজ উমান খানকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মেয়াদোত্তীর্ণ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। লুৎফর রহমান নয়নকে সদ্যঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে।
নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন জানান, তিনি সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে ছাত্রলীগকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার সর্বাত্মক চেষ্টা করবেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানও ছাত্রলীগকে একটি আদর্শবান সংগঠনে পরিণত করতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।