শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে পরিনা বেগম নামে এক কৃষানির মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার মমিনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরিনা বেগম নকলা পৌরর মমিনাকান্দা গ্রামের সুরুজ্জামানের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, বিকালে পরিনা বেগম ছেলেকে নিয়ে স্থানীয় আমিরুল ইসলামের বৈদ্যুতিক মোটরের মাধ্যমে নিজের বোরো খেতে সেচ দিতে যান। সেচ দেওয়া শেষে মটর বন্ধ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পরিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।