সিরাজগঞ্জে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত পলাতক আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার এসআই সৌরভ কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৩ সালে বগুড়ায় একটি সিএনজি ডাকাতির পর চালককে হত্যা করা হয়। ওই মামলার অন্যতম আসামি ছিলেন ইউসুফ আলী। ২০১৬ সালের ২৯ নভেম্বর বগুড়া জেলা ও দায়রা জজ আদালত এ মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে তাকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেওয়া হয়। সোমবার বিকালে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।