আজকের পত্রিকাআপনি দেখছেন ১১-০২-২০২০ তারিখে পত্রিকা

সাঁথিয়ায় কৃষককে কুপিয়ে জখম

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
| দেশ

পাবনার সাঁথিয়ায় ধানের চারা নিয়ে দ্বন্দ্বের জেরে মাহাতাব উদ্দিন (৬৫) নামের এক কৃষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার সকালে পৌরসভাধীন সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌরসভাধীন সৈয়দপুর গ্রামের কৃষক মাহাতাবের ছেলে হাফেজ আমিরুল ইসলাম জানান, আমার বাবা সোমবার সকালে জমিতে ধানের চারা লাগাচ্ছিল। এরই মধ্যে একই গ্রামের শহিদ ও তার ছেলে বিপ্লব আমাদের জমিতে গিয়ে ১০ থেকে ১৫টি ধানের চারার মুঠি নিয়ে বলছে এগুলো আমরা কিনেছি। এই বলে নিয়ে যেতে থাকে। এ সময় বাধা দিতে গেলে বাবাকে কুপিয়ে জখম করে।