আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০২-২০২০ তারিখে পত্রিকা

শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম নিরসনে আইডিয়ার প্রকল্প উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি
| দেশ

মৌলভীবাজারে শিশু শ্রম প্রতিরোধ বিষয়ক কর্মসূচির আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন। উন্নয়ন সংগঠন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সামসুন নাহার, ইউপি চেয়ারম্যান বদরুল হোসেন, সৈয়দ এনামুল হক, মিলন শীল ও সাংবাদিক সালে এলাহি কুটি প্রমুখ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন আইডিয়ার কো-অর্ডিনেটর ওয়াদুদ ফয়সাল চৌধুরী। কর্মসূচির অংশ হিসেবে শিশু শ্রম প্রতিরোধে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩০টি ইউনিয়নে এমসিডা, ম্যাক বাংলাদেশ ও সুপ্রভাত উন্নয়ন সংস্থার মাধ্যমে ও ইউএনডিপির মানবাধিকার কর্মসূচির সহযোগিতায় প্রধান সংগঠন আইডিয়ার মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রথমে শিশু শ্রমিকদের সার্ভে, তাদের ডাটা ব্যাজ তৈরি এবং প্রকাশ এবং তাদের যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে। জানা যায় ১৩ মাসে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। অংশগ্রহণকারীরা শিশুদের বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ শ্রম নিরসনে আইডিয়ার ওই প্রকল্পের সহযোগিতার আশ^াস ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।