আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

বিএম কলেজে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

বরিশাল ব্যুরো
| নগর মহানগর

ক্রিকেট খেলা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে মঙ্গলবার থেকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ পাল্টাপাল্টি মহড়া দিয়ে ক্যাম্পাসে নিজেদের শক্তিমত্তা দেখাচ্ছে। সর্বশেষ বুধবার রাতে কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। উভয়পক্ষই বিপুলসংখ্যক বহিরাগত নিয়ে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, কলেজে পুলিশ মোতায়েন রয়েছে। তারা কঠোর অবস্থানে আছেন। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মো. শফিকুর রহমান সিকদার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুই পক্ষের বিরোধ ওই দিনই মিটিয়ে দেওয়া হয়েছে। তারপরও দুই পক্ষই বারবার ঝামেলার সৃষ্টি করছে।