আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

যশোর ক্রীড়া সংস্থা

| খেলা

শান্তিপূর্ণ পরিবেশে হয়ে গেল যশোর ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন; ২৭ পদের ২৪টিতে জিতেছে ইয়াকুব কবিরে নেতৃত্বাধীন মল্লিক-সালেক-ইয়াকুব কবির ক্রীড়া উন্নয়ন পরিষদ। মোকসেদ সফী-সরু চৌধুরী- আসাদুজামান মিঠু নেতৃত্বাধীন প্যানেলে জিতেছেন তিনজন। বুধবার রাতে যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের ভোটগ্রহণ শেষে রিটানিং অফিসার জাকির হোসেন ফল ঘোষণা করেন। নির্বাচনে ২১৯ ভোটারের মধ্যে ২০৮ জন তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। এজেডএম সালেক, আখিরুজ্জামান সান্টু, অ্যাডভোকেট সফিউর রহমান মল্লিক ও মোকসেদ সফী সহসভাপতি এবং ইয়াকুব কবির সাধারণ সম্পাদক ও এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুই যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ আহমেদ ও এবিএম আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো। ষ যশোর প্রতিনিধি