আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

মতলবে ৪০০ কেজি জাটকা জব্দ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
| দেশ

চাঁদপুরের মতলব উত্তর কোস্ট গার্ড মেঘনা নদী থেকে আটক জাটকা বৃহস্পতিবার মাদ্রাসায় বিতরণ করে ষ আলোকিত বাংলাদেশ

চাঁদপুর মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর এখলাছপুর ও মোহনপুরের মধ্যবর্তী স্থান থেকে ৪০০ কেজি (১০ মণ) জাটকা (১০ ইঞ্চির ছোট ইলিশ) জব্দ করেছে মতলব উত্তর কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর রাতে অভিযানে কোস্টগার্ড এমভি ইয়াদ-৩ ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করে। অভিযানের নেতৃত্বে ছিলেন পেটি অফিসার আ. মালেক। উদ্ধার করা জাটকার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। পরে আটককৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের ক্ষেত্র সহকারী সামছুল হক অত্র উপজেলার বিভিন্ন মাদ্র্রাসা, এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করেন।