আজকের পত্রিকাআপনি দেখছেন ১৪-০২-২০২০ তারিখে পত্রিকা

দেশে ৬১ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পাওয়া যায়নি

আইইডিসিআরের ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক
| প্রথম পাতা

নভেল করোনা ভাইরাস সন্দেহে দেশে এ পর্যন্ত ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। নমুনা সংগ্রহকারীর কারোর মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এছাড়া আরও তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যেগুলোর ফল এখনও হাতে পাওয়া যায়নি। অন্যদিকে সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্ত বাংলাদেশি দুই নাগরিকের একজন আইসিইউতে আছে, অন্যজন সাধারণ আইসোলেশন এমএতে ভর্তি আছেন। বাকি ১০ জনও সিঙ্গাপুর সরকারের ব্যবস্থাপনায় কোয়ারান্টিনে রয়েছেন। 
বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা এ তথ্য জানান। 
প্রেস ব্রিফিংয়ে ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা বলেন, আশকোনা হাজী ক্যাম্প ও সিএমএইচে থাকা চীন থেকে ফেরত সবাই শনিবার নাগাদ যার যার বাসাবাড়িতে যেতে পারবেন বলে আশা করি। এক্ষেত্রে তাদের সঙ্গে তাদের স্বজন বা সাধারণ যে কোনো মানুষের সংস্পর্শে থাকা কোনো সমস্যা নেই। অর্থাৎ, এখন পর্যন্ত তারা পুরোপুরি সুস্থ আছেন। কারোর মধ্যেই করোনা ভাইরাস পাওয়া যায়নি। শনিবার সবকিছু ঠিকঠাক থাকলে সুস্থভাবেই তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।