পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার বিকালে ঢাকা পৌঁছে গেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ ও বিকেএসপির ক্রিকেটারদের নিয়ে গড়া দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশ মিশন শুরু করে রোডেশিয়ানরা। এ প্রস্তুতি ম্যাচ জিতে সিরিজ শুরু করতে আশাবাদী জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর। হযরত শাহজালাল স্টেডিয়ামে পা দিয়ে অধিনায়ক জানান, ‘আমরা গেল বছর সিলেটে জিতেছিলাম। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট হারায় স্বাগতিক বাংলাদেশ ফিরে আসতে চাইবেই। আমাদের সেরাটা দিয়ে লড়তে হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলে বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজ নিজেদের করে নিতে বেশ আত্মপ্রত্যয়ী টেইলর। গেল সিরিজের সাফল্য কাজে লাগিয়ে এ সিরিজেও সেটার প্রতিফলন দেখাতে চান তিনি। সেই সঙ্গে রয়েছে পরিচিত উইকেট কন্ডিশন, ‘আমরা পুরোপুরি তৈরি। প্রথমত, ভালো লাগছে আরও একবার বাংলাদেশে আসতে পেরে। এখানটাকে আমরা আমাদের দ্বিতীয় দেশ বলে থাকি। আমরা এখানকার কন্ডিশন জানি। দেশে আমরা দুটি ভালো টেস্ট খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে। দুটিই পাঁচ দিনে গেছে। অনেক ইতিবাচক ব্যাপার ছিল সেখানে। আশা করছি, এ টেস্টেও তেমনটা দেখা যাবে।’