আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

মাদকসেবীরা পিটিয়ে হত্যা করল মোটর শ্রমিককে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| শেষ পাতা

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে শুভ (২২) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার বিকালে শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ির পেছনে রাস্তার গলিতে কয়েক মাদকসেবী তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
শুভ শিমরাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া আবদুর রবের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্বপাড়ের সাজেদা হাসপাতালসংলগ্ন একটি ট্রাকের গ্যারেজে মেকানিকের কাজ করতেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা জানান, বিকালে কিছু মাদকসেবী যুবকের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরে ওই যুবকরা তাকে পিটিয়ে আহত করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক জানান, এখনও নিহতের পরিবার মামলা করেনি। শনিবার বিকালে লাশ নারায়ণগঞ্জে নিয়ে আসার পর নিহতের পরিবার জানাজা ও দাফন শেষে মামলা করবে। এরপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।