আজকের পত্রিকাআপনি দেখছেন ১৬-০২-২০২০ তারিখে পত্রিকা

দিনাজপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
| প্রথম পাতা

দিনাজপুরে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুর রহমান মজনুর লাশ পুলিশ একই উপজেলার সুকদেবপুর চৌরাস্তা এলাকা থেকে উদ্ধার করে। মজনু ধনতলা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে। 

বোচাগঞ্জ থানার ওসি মো. আইয়ুব আলী জানান, দলীয় কোন্দল ও অর্থের ভাগবাটোয়ারা নিয়ে সৃষ্ট ঘটনায় মজনু হত্যার শিকার হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তদন্তপূর্বক হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে বলে ওসি বলেন। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। শনিবার দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে 
ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা বিএনপি ও ছাত্রদলের নেতারা।