আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
| প্রথম পাতা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা শিবিরে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে নূর নাহার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরে এ সংঘর্ষে লেদা রোহিঙ্গা শিবিরের ‘বি’ বক্লের বাসিন্দা নূর আলমের স্ত্রী নিহত হন।
টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মনির জানান, লেদা রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে এক রোহিঙ্গা নারী নিহত হন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।