মন্দিরের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শীতলা মন্দিরে ও হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বেদে সম্প্রদায়ের যুবকরা। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রায় হিন্দু পল্লীতে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা স্থানীয় শীতলা মন্দিরের শীতলা মূর্তি ভাঙচুর ও পার্শ¦বর্তী সবুজ দাসের বাড়ি ভাঙচুর করে। এতে শিশু ও বৃদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, এ ঘটনায় সন্দেহভাজন পাঁচ যুবককে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।