আজকের পত্রিকাআপনি দেখছেন ১৯-০২-২০২০ তারিখে পত্রিকা

কর্ণফুলীতে নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি
| দেশ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীর সরফভাটা এলাকায় নিখোঁজ মা-ছেলের লাশ পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। মৃত টুম্পা মজুমদার ও তার ছেলে বিজয় মজুমদার চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার জোরারগঞ্জের হরিপুর মজুমদার বাড়ির রাজিব মজুমদারের স্ত্রী ও সন্তান। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, কাপ্তাইয়ে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার সকালে লাশ দুটি দেখতে পেয়েছেন স্থানীয়রা। আমি ১০টার দিকে লাশের খবর জেনেছি। বিষয়টি রাঙ্গুনিয়া প্রশাসন দেখবেন।