ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। এরপর থেকে তারা আর কোথাও ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন না। তবে তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা এক বছর পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে। হ্যারি-মেগানের মুখপাত্র একথা জানিয়েছেন। চলতি বছরের শুরুতে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হ্যারি-মেগান। তারা রাজপরিবারের ব্যয়ের জন্য বরাদ্দ অর্থ না নিয়ে তারা আর্থিকভাবে স্বনির্ভর জীবনযাপন করবেন বলে জানান। তারা তাদের শিশুসন্তান আর্চিকে নিয়ে যুক্তরাজ্য ও উত্তর আমেরিকায় জীবনযাপন করবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন। চলতি মাসের শেষের দিকে যুক্তরাজ্যে ফিরবেন হ্যারি ও মেগান। মার্চ পর্যন্ত দেশটির ছয়টি অনুষ্ঠানে অংশ নেবেন তারা। এরপর ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে রাজপরিবারের দায়িত্ব ছাড়বে এ দম্পতি। হ্যারি ও মেগান এরই মধ্যে একটি দাতব্য প্রতিষ্ঠান তৈরি করেছেন, যেটি উত্তর আমেরিকা এবং আফ্রিকায় নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করবে। বিবিসি