কুমিল্লার লাকসামে হিজড়া গুরু সোলেমান হোসেন চুমকিকে চিকিৎসা না দিয়ে মৃত ঘোষণা ও থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে হিজড়া সম্প্রদায়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা লাকসাম হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর ও ব্রাদার আবুল খায়েরকে আহত করে। এ ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে হিজড়া সম্প্রদায়ের বিরুদ্ধে লাকসাম থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে সোলেমান হোসেন চুমকিসহ (গুরু) হিজড়া সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।