আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

পাবনা প্রেসক্লাব নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

পাবনা প্রতিনিধি
| দেশ

পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১৭টি পদে ৩৩ জন মঙ্গলবার রাত ৯টায় প্রেসক্লাবে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। ১ মার্চ পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক ২০২০-২২ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্র জানায়, এবিএম ফজলুর রহমান ও সৈকত আফরোজ আসাদ প্যানেল ১৭ পদে, আখতারুজ্জামান আখতার ও কামাল সিদ্দিকী প্যানেল ১৫ পদে এবং হাবিবুর রহমান স্বপন সভাপতি পদে এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান বলেন, উৎসবমুখর পরিবেশে সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।