আজকের পত্রিকাআপনি দেখছেন ২১-০২-২০২০ তারিখে পত্রিকা

চাঁদপুরে মা-ছেলেকে কুপিয়ে জখম : গ্রেপ্তার ২

চাঁদপুর প্রতিনিধি
| দেশ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াদাড়ি গ্রামের তালুকদার বাড়িতে বৃহস্পতিবার পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ হামলা চালিয়ে মা রাশিদা বেগম ও ছেলে মিয়াজ তালুকদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এলাকাবাসী তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত মিয়াজ তালুকদার চাঁদপুর ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কবির হোসেন ও ইকবাল নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে। ঘটনার পরপরই থানায় মামলা হয়েছে। আহতের বড় ভাই রাজন তালুকদার জানান, পূর্বশত্রুতার জেরে এলাকার দুই ভাই অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে তার ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। 

এ সময় বাধা দিলে মাকেও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাটি কাউকে জানালে তারা জানে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মামলা হয়েছে। মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইস বলেন, হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।