ছেলেদের মতো দেশের নারী ফুটবলের অভিষেকটাও রঙিন হলো বসুন্ধরা কিংসের। কমলাপুর স্টেডিয়ামে শনিবার বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২-০ গোলের বড় জয় মহিলা ক্লাব লিগ শুরু করেছে কিংস মেয়েরা; হ্যাটট্রিক করেছেন কৃষ্ণা রানী সরকার (৪টি) ও সাবিনা খাতুন; জোড়া গোল ইসরাত জাহান স্বপ্না। অন্য ৩ গোল মারিয়া মান্ডা, নার্গিস ও শিউলি আজিমের। জাতীয় ও অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৯ দল মিলিয়ে বাফুফের ক্যাম্পে থাকা ৪৫ ফুটবলারের মধ্যে ১৯ জনই কিংসের ঘরে। অখ্যাত বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দাপুটে জয়টা প্রত্যাশিতই। তাছাড়া দুর্বল দলের বিপক্ষে মুড়ি-মুড়কির মতো গোল করতে পারায় কিংসের মেয়েদের শরীরী ভাষা ছিল প্রতিপক্ষকে তাচ্ছিল্য ভাব! পোস্টের আশপাশে থেকে স্বার্থপরের মতো শট নিয়েছেন, বল গোলে রাখতে না পারলে কারও চোখে-মুখে ছিল না ব্যর্থতার লজ্জাবোধ, বরং মুচকি হেসেছেন! তবে উত্তরার আনোয়ারা স্পোর্টিং ক্লাবের জন্য এমন হার হজম করাটা কঠিনই, ম্যাচে কিংস খেলোয়াড়দের আটকাতেই ব্যস্ত থাকতে হয়েছে তাদের। গোলরক্ষক তাহেরা খাতুন বেশকিছু সেভ করেছেন, চারটা বল পোস্টে লেগেছে। নইলে ব্যবধানটা আরও বড়ও হতে পারত। না হলেও তৃপ্ত কিংস কোচ মাহমুদা শরীফ অদিতী।