অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি চাঁদপুর জেলা শাখার আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি দিনব্যাপী এ আনন্দভ্রমণ হয় মেঘনা নদীর পাড়ের ল¹িমারার চরে। সমিতির চার শতাধিক সদস্য তাদের পরিবারের সদস্যদের নিয়ে এতে অংশ নেন। আয়োজনে ছিল শিশু-কিশোরদের খেলাধুলা, মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র।
বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমিতির সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি এ বি এম নজরুল আমিন সাজু, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির খান, সুভাষ সাহা, সদস্য নেহাল হোসেন মজুমদার, মো. ইউছুফ তালুকদার মানিক। সংগীত পরিবেশন করেন শিল্পী ইসফাতারা কায়ছার জুই, রাজীব, সুভ্র, বাতেন, অন্তু, আজিম প্রমুখ।
শওকত আলী, চাঁদপুর।