আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

ইন্দোনেশিয়ায় নদীতে হঠাৎ জলোচ্ছ্বাস, আট ছাত্রীর মৃত্যু

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তায় সেমপোর নদীতে আচমকা জলোচ্ছ্বাসে নিখোঁজ ছাত্রীদের সন্ধানে অভিযান চালানো হয়েছে - সংগৃহীত

 

ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তায় একটি নদীতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে আট ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সেমপোর নদীতে এ আচমকা জলোচ্ছ্বাসে আরও অন্তত দুইজন নিখোঁজ রয়েছে। আচমকা জলোচ্ছ্বাস হওয়ার আগে নদীর পাড়ের একাংশে মাধ্যমিক স্কুলের আড়াইশ’র মতো শিক্ষার্থী হাঁটছিল। তারা স্কাউটিং সংক্রান্ত কর্মকাণ্ডে ব্যস্ত ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছেন দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবোও। তিনি বলেন, শিক্ষার্থীরা যখন নদীর কাছে এসেছিল তখন বৃষ্টি ছিল না। আচমকাই বড় বড় ঢেউ তাদের কয়েকজনকে ভাসিয়ে নিয়ে যায়। নিখোঁজদের সন্ধানে পুলিশ, উদ্ধারকারী বিভিন্ন সংস্থা ও সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক এ জলোচ্ছ্বাসে মৃত ও নিখোঁজ ছাত্রীরা ১২ থেকে ১৫ বছর বয়সি। এছাড়া এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছে। দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র উইবোও আরও জানান, উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ ছাত্রীদের উদ্ধার অভিযানে ৮৫০ কর্মী নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ