ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সময়ে মানুষের মৌলিক অধিকার সবচেয়ে বেশি খর্ব হচ্ছে। মানুষের নাগরিক ও ভোটাধিকার নেই। মানুষ মুখ খুলে কথা বলতে পারছে না। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। এর আশু সমাধান হওয়া প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের মাজা ভেঙে দিয়েছে। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পির আরও বলেন, রাজনৈতিক দল ও জনগণকে অবহিত না করে নির্বাচন কমিশন কর্তৃক গণপ্রতিনিধিত্ব আদেশের-১৯৭২ (আরপিও) সংশোধনীর উদ্যোগ নিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো একটি নতুন ষড়যন্ত্র।