আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

শত্রুতার আগুনে পুড়ল কৃষকের পান বরজ

রাজশাহী ব্যুরো
| নগর মহানগর

বাগমারা উপজেলায় গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক কৃষকের পান বরজ পুড়ে গেছে। শনিবার ভোররাতে উপজেলার কনোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সাইদুল সরদার। দেড় বিঘার পানের বরজ পুড়িয়ে দেওয়ায় তার অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
চাষি সাইদুল বলেন, কেউ শত্রুতা করে আমার পান বরজে আগুন দিয়েছে। এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না। আমি অপরাধীর শাস্তি চাই। বাগমারার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। থানায় অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।