আজকের পত্রিকাআপনি দেখছেন ২৩-০২-২০২০ তারিখে পত্রিকা

নাটোরে জনশুমারি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

নাটোর প্রতিনিধি
| দেশ

২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া জনশুমারি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। জনশুমারি ও গৃহ গণনা ২০২১ প্রকল্পের ‘ম্যাপিং, জিওকোড হালনাগাদকরণ ও তালিকা এলাকা চিহ্নিতকরণ’ কার্যক্রমের ইউসিস ও জোনাল অফিসারদের দুই দিনের প্রশিক্ষণে মোট ২১ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক দিলীপ কুমার। রোববার দিন শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হবে।