মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মজীবী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। এ সময় পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. অলোক কুমার দাস, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শফিউল আলমসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুর হার অনেক কমে গেছে। শিশু ও মাতৃমৃত্যুর হার রোধে পৃথিবীর দেশগুলোকে জাতিসংঘ যে লক্ষ্যমাত্র নির্ধারণ করে দিয়েছিল, তা সময়ের আগেই আমরা পূরণ করতে সক্ষম হয়েছি; যা অন্যান্য দেশ আজও পারেনি। দেশের মানুষের মৌলিক চাহিদা চিকিৎসা সেবার ব্যাপক উন্নয়ন করছে সরকার। মা ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসা সেবাসহ মায়েদের মাসে ৮০০ টাকা করে প্রদান করা হচ্ছে। বর্তমান সরকার এখন উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে দুর্নীতিবাজদের রুখে দিতে হবে।