টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটের ক্লাসের দাবিতে শনিবার শিক্ষার্থীদের বিক্ষোভ- আলোকিত বাংলাদেশ
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ সেøাগানে দ্বিতীয় শিফটের ক্লাসের দাবিতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়ক অবরোধ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে রাখেন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে দ্বিতীয় শিফটের ক্লাস বন্ধ থাকায় আমাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। আমরা দ্রুত ক্লারে ফিরে যেতে চাই। আশা করি, বিষয়টি তাড়াতাড়ি সমাধান হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনে যাব। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, দেশের ৪৯টি কলেজের দ্বিতীয় শিফটের ২০ মাস ধরে শিক্ষকদের ভাতা বন্ধ। তাই ক্লাসও হচ্ছে না। এটি সারা দেশের সমস্যা। দ্বিতীয় শিফটের ক্লাসের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। জাতীয়ভাবে সমস্যা সমাধান হলে টাঙ্গাইলেও ক্লাস শুরু হবে। অধ্যক্ষ আরও বলেন, আজকের মতো শিক্ষার্থীরা আন্দোলন তুলে নিয়েছে। টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোশারফ হোসেন বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি শুনে কলেজের অধ্যক্ষসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।