বরিশালে স্পিডবোটের তীব্রতায় নদীভাঙন ও নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হছে। শনিবার সকালে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কীর্তনখোলা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শেষে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপিকে স্মারকলিপি প্রদান করে চরবাড়িয়া ইউনিয়নবাসী। জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক নূর আলম খান বাপ্পির সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ, সাবেক উপসচিব আবদুস সবুর, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব ইসলাম দুলাল, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা আবদুল জব্বার প্রমুখ।
দুপুর ১টায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপিকে স্মারকলিপি প্রদান করেন ইউনিয়নবাসী। এ সময় তারা নদীতে অবৈধ স্পিডবোট-ড্রেজার চলাচল বন্ধের দাবি জানান।