আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০২-২০২০ তারিখে পত্রিকা

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের মৃত্যু

আলোকিত ডেস্ক
| শেষ পাতা

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক (৯১) মঙ্গলবার মারা গেছেন। মিশরের রাষ্ট্রীয় সংবাদে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তিনি একটি সামরিক হাসপাতালে মারা গেছেন বলে দিনের শুরুতে জানিয়েছে আল ওয়াতান ওয়েবসাইট। জানুয়ারির শেষ দিকে মোবারকের অস্ত্রোপচার হয়। এরপর তাকে তার নাতির সঙ্গে ছবিতে দেখা গিয়েছিল। তবে শনিবার মোবারকের ছেলে জানান, তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। এরপরই মঙ্গলবার রাষ্ট্রীয় টিভি তার মৃত্যুর খবর জানায়।
২০১১ সালে টানা সরকারবিরোধী বিক্ষোভের পর মিশরীয় সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছিল। মোবারক মিশরের অন্যতম দীর্ঘস্থায়ী শাসক ছিলেন। তিন দশক শাসনক্ষমতায় ছিলেন তিনি। ২০১১ সালে বিপ্লবের সময় বিক্ষোভকারী হত্যায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে কারাবন্দি করা হয়। পরে ২০১৭ সালের মার্চে তিনি কারাগার থেকে মুক্তি পান।