মোড়ক উন্মোচন
ষ ফেনী প্রতিনিধি
ফেনীর বরেণ্য শিক্ষাবিদ, সংগঠক ও উন্নয়ন সমন্বয়ক, ফেনী সেন্ট্রাল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত কামাল হাসান চৌধুরীর আত্মজীবনীমূলক বই ‘জীবনের ধারাপাত’ গ্রন্থের দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের রাজাঝির দিঘীর পাড়ে আয়োজিত একুশে গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ প্রমুখ।
কর্মশালা
ষ গাইবান্ধা প্রতিনিধি
প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নকল্পে গাইবান্ধা জেলার মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কর্মশালা বুধবার কালেক্টরেট সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবিরের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিস আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক তোফায়েল আহমেদ খান প্রমুখ।
কম্পিউটার চুরি
ষ শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা শিশু একাডেমি অফিসে চুরি সংঘটিত হয়েছে। এতে একাডেমির ভর্তি ফি ও ৫০ হাজার টাকা এবং একটি কম্পিউটারের সিপিওসহ অফিসের গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। জেলা শিশু একাডেমির অফিস সহকারী জহুরুল ইসলাম জানান, বুধবার সকালে অফিস খুলে চুরির বিষয়টি টের পেয়ে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি শিশু একাডেমির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন।
ওয়ার্কশপ
ষ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আগামী দুই বছর কীভাবে প্রকল্প বাস্তবায়ন করলে জনকল্যাণকর হবে, তারই পরিকল্পনার ওপর শেরপুরের শ্রীবরদীতে দুই দিনব্যাপী সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রানজিশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ ওয়ার্কশপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর এপিসি ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন। এতে ট্রেইনার ছিলেন ময়মনসিংহ রিজিওনাল মনিটর অ্যান্ড ইভালেনস কো-অর্ডিনেটর বিশ্বজিৎ কুমার সাহা।
জনসচেতনতায় ক্যাম্পেইন
ষ মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
বাল্যবিয়ে, যৌতুক ও ইভটিজিংয়ের মাধ্যমে সৃষ্ট নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বুধবার পিরোজপুরের মঠবাড়িয়ায় জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপপরিচালক মহিলাবিষয়ক অধিদপ্তর পিরোজপুর জাকির হোসেন, প্রধান শিক্ষক রুহুল আমীন, মোস্তাফিজুর রহমান, নাছির উদ্দিন প্রমুখ।
কর্মবিরতি
ষ নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে তিন দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা। পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মঙ্গলবার থেকে তারা কর্মবিরতি শুরু করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করেন। এ সময় উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী প্রদীপ কুমার সূত্রধরসহ নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গাছের সঙ্গে শত্রুতা
ষ নাটোর প্রতিনিধি
নাটোর সদর উপজেলার বড়শরিশপুর ইউনিয়নের ঋষিনগর এলাকার আবুল কালামের ১৫ কাটা জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত আবুল কালামের পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী নজরুল ইসলামের জমি তিন বছর আগে ১ লাখ টাকায় বন্ধক নেন। বর্তমানে বন্ধকী জমি ছেড়ে দেওয়ার জন্য বারবার চাপ প্রয়োগ করতে থাকে তারা।