আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

টাঙ্গাইলে বিআরটিএ’র ছয় দালাল আটক

টাঙ্গাইল প্রতিনিধি
| দেশ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল অফিসে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করেছে র‌্যাব। এদের মধ্যে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং অপর তিনজনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অপারেশন কমান্ডার শফিকুর রহমান এ তথ্য জানান। অভিযানে আটকৃতরা হলেনÑ ইসমাইল হোসেন, আবদুস ছামাদ, আইয়ুব আলী রিপন, বিনয় চন্দ্র সরকার, সেলিম রেজা ও এনামুল হক। র‌্যাব কর্মকর্তা শফিকুর রহমান জানান, মঙ্গলবার বিআরটিএ কার্যালয়ের আশপাশে থেকে তাদের আটক করা হয়।