আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

সাঁথিয়ায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
| দেশ

পাবনার সাঁথিয়ায় অবৈধ অস্ত্রসহ তারেক আজিজ নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব পাবনা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাথাইলহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পাবনার ফরিদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান খলিসাদহ গ্রামের নুরুল ইসলামের ছেলে। র‌্যাবের বরাত দিয়ে সাঁথিয়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার পাথাইল হাট এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ জব্দ করা হয়।