মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে এসএসই পণ্য মেলা উপলক্ষে শহরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ওই র্যালি অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির মোড় থেকে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে র্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আতাউল গনি এসএমই মেলা সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার এসএম আরাফত হোসেন, সহকারী কমিশনার মাহমুদুল হাসান, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম কবুল প্রমুখ।