আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
| দেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে রাজু আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ভেড়ামারা ফারাকপুর এলাকার (সাবেক রেলওয়ে স্টেশন মাস্টার) মৃত আবদুর রহিমের ছেলে। পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।