আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

গফগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নসিমন বিধ্বস্ত : আহত ৫

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
| দেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী নসিমন বিধ্বস্ত হয়েছে। এ সময় অন্তত পাঁচজন ট্রেনযাত্রী আহত হয়েছেন। এ সময় ট্রেনের হাওয়া পাইপটি ছিঁড়ে যাওয়ায় ২৫ মিনিট ট্রেনটি আটকে থাকে। পরে হাওয়া পাইপ মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটে বুধবার বেলা সোয়া ১১টা নাগাদ গফরগাঁওয়ের পাগলা থানাধীন শহীদ নগর অনুমোদনহীন রেলক্রসিংয়ে। স্থানীয়রা জানান, পাইথল ইউনিয়নের শহীদ নগর এলাকায় যাত্রীবাহী একটি নসিমন অনুমোদনহীন রেলক্রসিং পার হওয়ার সময় আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেন আসতে দেখে নছিমন চালকসহ যাত্রীরা রেললাইনের ওপর নসিমনটি ফেলে চলে যেতে সক্ষম হওয়ায় নছিমনে থাকা কেউ আহত হননি। তবে অন্তত পাঁচজন ট্রেনযাত্রী কিছুটা আহত হয়েছেন স্থানীয় পাইথল ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী বলেন, রেলক্রসিংয়ে নসিমনটি আটকে যাওয়ার পরপরই যাত্রীরা দেখতে পান ট্রেন আসছে। এ সময় নসিমনে থাকা সবাই রেললাইন থেকে সরে যেতে পারায় বড় একটি দুর্ঘটনার হাত থেকে সবাই রক্ষা পেয়েছেন।