আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

নিখোঁজের চার দিন পর মেঘনা থেকে লাশ উদ্বার

চাঁদপুর প্রতিনিধি
| দেশ

নিখোঁজের চার দিন পর মেঘনায় লাশ মিলেছে দুলাল ভূঁইয়া (৩৯) নামের এক ব্যক্তির। এ লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় লাশটি হরিণা এলাকার মেঘনা নদীর পাড়ে ভাসতে দেখে লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে চাঁদপুর মডেল থানার ওসির নির্দেশে এসআই আওলাদ হোসেন পুরানবাজার ফাঁড়ি পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। থানা সূত্রে জানা যায়, হাইমচর উত্তর আলগীর শাহজাহান ভূঁইয়ার ছেলে দুলাল ভূঁইয়াকে পাওয়া যাচ্ছে না মর্মে পরিবারের পক্ষ থেকে ২২ ফেব্রুয়ারি থানায় জিডি করা হয়। পরবর্তী সময় তার লাশ মিলেছে মেঘনা নদীর হরিণায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ। চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খান বলেন, প্রথমে এক ব্যক্তি অজ্ঞাতনামা লাশ হানারচর এলাকায় মেঘনা নদীতে ভেসে আছে মোবাইল ফোনে এমন সংবাদ পাওয়া যায়। পরে নৌ-পুলিশ প্রথমে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে চাঁদপুর মডেল থানাকে লাশ উদ্ধারের জন্য সংবাদ দেওয়া হয়। পরে লাশ উদ্ধারের জন্য মডেল থানা পুলিশ ব্যবস্থা গ্রহণ করে।