ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামে এএফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বাইসাইকেল চালানো প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় মেয়েদের খালি হাতে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি ব্যাচে ২০ থেকে ২৫ জন মেয়েকে প্রশিক্ষণের পরই ফাউন্ডেশনের খরচে বাইসাইকেল দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, আগে দূরত্ব আর রাস্তাঘাটে ইভটিজিংয়ের কারণে মেয়েরা স্কুলে কম উপস্থিত হতো। স্কুলের ম্যানেজিং কমিটি ও দাতাদের বিভিন্ন উদ্যোগে স্কুলে মেয়েদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।