আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

অর্থ আত্মসাতে না.গঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| দেশ

জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্স বাবদ ৩৩ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা এহসান উদ্দিন আহমেদকে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই বরখাস্তের প্রজ্ঞাপন আপলোড করা হয়। এর আগের দিন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী ওই প্রজ্ঞাপন জারি করেন। একই সঙ্গে চূড়ান্তভাবে তাকে কেন বরখাস্ত করা হবে না সে বিষয়ে জানতে চেয়ে চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অপর এক স্মারকে আত্মসাৎকৃত টাকা আদায়ের জন্য চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ ও সাবেক সচিব মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্স বাবদ ৩৩ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের ঘটনায় বন্দর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মোহাম্মদ ইউসুফকে বরখাস্ত করা হয়েছিল। ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন বলেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসিয়েছে ইউপি সচিব। তিনি অর্থ আত্মসাতে জড়িত নন। আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবেন।