আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

সিরাজগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
| দেশ

সিরাজগঞ্জে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাইদুল ইসলামের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের ছানোয়ার মুন্সীর ছেলে। এদিকে এ ঘটনায় গুরুতর দগ্ধ তায়েব আলীকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহতের মামাতো ভাই আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশুসহ ছয়জন দগ্ধ হন।