আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

চট্টগ্রামে পৌনে ৩ কোটি টাকার জর্দা জব্দ

চট্টগ্রাম ব্যুরো
| নগর মহানগর

চট্টগ্রামে সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির অভিযোগে পৌনে ৩ কোটি টাকার হাকিমপুরি জর্দা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেন্টিভ দল। এ ঘটনায় বুধবার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৬১(৬) অনুযায়ী অনিয়ম-কর ফাঁকির মামলা (নম্বর-০২/২০২০) করা হয়েছে। জানা গেছে, মীরসরাই উপজেলার হিঙ্গুলীর আবছার ট্রেডার্সের একটি গুদামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জর্দা জব্দ করা হয়। এরপর জর্দাভর্তি কার্টনগুলো চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পুরোনো কাস্টম এলাকায় ভ্যাট কমিশনারেটের গুদামে নিয়ে আসা হয়েছে।