বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান সম্রাট সম্পাদিত ‘আইন সভায় বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা অমর একুশে গ্রন্থমেলায় মোড়ক উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ভিসি বিশিষ্ট কথাসাহিত্যিক প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশিষ্ট কবি মুহম্মদ নুরুল হুদা। উল্লেখ্য, ‘আইন সভায় বঙ্গবন্ধু’ শীর্ষক গ্রন্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন সভায় যেসব ভাষণ প্রদান করেছিলেন এবং সাধারণ জনগণের অধিকার আদায়ের পক্ষে যেসব জোরালো বক্তব্য উপস্থাপন করেছিলেন তা এতে সন্নিবেশিত হয়েছে।