চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ডিসিসিআইর সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম। মঙ্গলবার সিএসইর পর্ষদ সভায় পরিচালকদের সম্মতিক্রমে আসিফ ইব্রাহিমকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিএসই সূত্রে জানা গেছে, ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী, স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করতে হয়। মঙ্গলবার সিএসইর পর্ষদ সভায় একজন স্বতন্ত্র পরিচালককে চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে, যা উপস্থিত শেয়ারহোল্ডার ও স্বতন্ত্র পরিচালকদের সম্মতিতে নির্ধারণ করা হয়। এর আগে সিএসই সাতজন স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগের জন্য কমিশনে ১৪ জনের তালিকা পাঠায়েছিল। ওই তালিকার মধ্য থেকে নিয়োগ পাওয়া সাতজন স্বতন্ত্র পরিচালকরা হলেনÑ অধ্যাপক এসএম সালামত উল্লাহ ভূঁইয়া, এসএম আবু তৈয়ব, মোহাম্মদ আবদুুল মালেক, সোহেল মাহমুদ সাকুর, লিয়াকত হোসেন চৌধুরী (এফসিএ, এফসিএমএ), আসিফ ইব্রাহিম ও ব্যারিস্টার আনিতা গাজী ইসলাম। এর মধ্যে অধ্যাপক এসএম সালামত উল্লাহ ভূঁইয়া ও এসএম আবু তৈয়ব সিএসইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদে ১৩ জনের মধ্যে সাতজন স্বতন্ত্র পরিচালক ও চারজন শেয়ারহোল্ডার পরিচালক রয়েছেন। এছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারীর মনোনীত পরিচালক এবং পদাধিকার বলে পর্ষদে আরেকজন রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।