খুলনায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কাস্টম কর্মকর্তা জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ (দায়রা জজ) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। জিল্লুর রহিম খান খুলনা কাস্টমস হাউজে কর্মরত ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানকে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেন।
মামলার বাদী দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফয়সাল কাদের জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৬ সালে জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানের সম্পত্তি অনুসন্ধান করে ১৬ লাখ ১৫ হাজার ৬৫০ টাকার অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তির তথ্য পায় দুদক। এ ঘটনায় ২০১৬ সালের ২১ জুলাই নগরীর সোনাডাঙ্গা থানায় মমতাজ খানকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় জিল্লুর রহিম খানকে অভিযুক্ত করে ২০১৯ সালের ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় দুদক।